একজন দোকানদারের ৫০ টি বই কেনার টাকা আছে। প্রতিটি বই এর মূল্য ৪ টাকা কমালে সে আরও ১০ টি বই বেশী ক্রয় করতে পারে। তার কত টাকা আছে?
Solution
Correct Answer: Option B
মনেকরি, ১টি বইয়ের দাম = ক টাকা
প্রশ্নমতে,
৫০ক = (ক - ৪)৬০
বা, ৬০ক - ২৪০ = ৫০ক
বা, ৬০ক - ৫০ক = ২৪০
বা, ১০ক = ২৪০
∴ ক = ২৪
তার কাছে আছে = (২৪ × ৫০) টাকা
= ১২০০ টাকা