১৩০ টাকা ৩ জনকে ১/২ঃ১/৩ঃ১/৪ অনুপাতে ভাগ করে দিলে প্রথম জন কত টাকা পাবে ?
Solution
Correct Answer: Option C
দেয়া আছে,
১ম জনঃ২য় জনঃ৩য় জন = ১/২ঃ১/৩ঃ১/৪ = ৬ঃ৪ঃ৩ [ ১২ দ্বারা গুণ করে ]
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৬+৪+৩ = ১৩
∴ প্রথম জন পাবে = ১৩০ × ৬/১৩ = ৬০ টাকা