x+y=2 এবং x2+y2=4 হলে x3+y3 এর মান কত ?

A 20

B 16

C 12

D 8

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে, x+y = 2 এবং  x+y = 4  ( এই দুটি মান সরাসরি  x+y এর সুত্রে প্রয়োগ করা যায় না ) তাই একটু ঘুরিয়ে সুত্র প্রয়োগ করে  x+y এর মান বের করতে হবে । নিচে দেখুন । 

  x+y = (x+y)-2xy 

  4 =(2) - 2xy 

  4 = 4 - 2xy 

xy = 0 

then,

 x+y = (x+y) - 3xy (x+y) 

=23-3×0

=8

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions