কুসুম কুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Solution
Correct Answer: Option A
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর মা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- তিনি ২১ সেপ্টেম্বর, ১৮৭৫ সালে গৈলা, বাকেরগঞ্জ, বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত কবিতা 'আদর্শ ছেলে', যা বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত।
- এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।'
- এছাড়াও তিনি কাব্যগ্রন্থ 'কবিতা মুকুল' (১৮৯৬) ও গদ্যগ্রন্থ 'পৌরাণিক আখ্যায়িকা' রচনা করেন।
- তিনি ২৫ ডিসেম্বর, ১৯৪৮ সালে কলকাতার রাসবিহারী এভিনিউয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন।