Solution
Correct Answer: Option B
- আমরা জানি, সাধারণত পদার্থের ৩টি অবস্থা। কঠিন, তরল ও বায়বীয়।
- এছাড়া পদার্থের আরেকটি অবস্থা রয়েছে। সেটির নাম প্লাজমা। কোন পদার্থের পরমাণু সাধারনত চার্জ নিরপেক্ষ হয়, কারন এতে সমপরিমান পজিটিভ চার্জযুক্ত প্রোটন ও নেগেটিভ চার্জযুক্ত ইলেক্ট্রন থাকে। এক বা একাধিক ইলেক্ট্রন মুক্ত করে সেটিকে পজিটিভ বা নেগেটিভ চার্জ বা আধানযুক্ত পরমানুতে রূপান্তর করা যায়। এটি তখন ইলেক্ট্রন ও অন্য আয়নের একধরনের মিশ্রন হিসাবে থাকে যা গ্যাসের মতই কিন্তু গ্যাসের সব বৈশিষ্ঠ্য এতে থাকে না। যেমন, গ্যাসের কোন নির্দিষ্ট আকার থাকে না, কিন্তু চৌম্বক ক্ষেত্র দিয়ে প্লাজমার নির্দিষ্ট আকার দেয়া সম্ভব।