শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেইনের অনুপাত হলো-
Solution
Correct Answer: Option C
- শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেইনের অনুপাতকে মডুলাস অব রিজিডিটি (Modulus of Rigidity) বা শিয়ার মডুলাস (Shear Modulus) বলে।
- শিয়ার স্ট্রেস হলো একটি বস্তুর ওপর প্রয়োগিত বল, যা বস্তুর এক পৃষ্ঠকে অন্য পৃষ্ঠের তুলনায় স্থানচ্যুত করার চেষ্টা করে। এটি বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রয়োগিত বল হিসাবে পরিমাপ করা হয়।
- শিয়ার স্ট্রেইন হলো বস্তুর আকৃতি পরিবর্তনের পরিমাণ, যা শিয়ার স্ট্রেসের কারণে ঘটে। এটি বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য থেকে স্থানচ্যুতির অনুপাত হিসেবে পরিমাপ করা হয়।
- শিয়ার স্ট্রেস ও শিয়ার স্ট্রেইনের অনুপাতকে মডুলাস অব রিজিডিটি বলে। এটি একটি বস্তুর দৃঢ়তা বা রিজিডিটি পরিমাপ করে।