কোন সালে Dacca বানান Dhaka করা হয়?
A ১৯৮০
B ১৯৮২
C ১৯৮৪
D ১৯৮৬
Solution
Correct Answer: Option B
- ব্রিটিশ শাসনামলে বর্তমান রাজধানী ঢাকার ইংরেজি বানান ছিল Dacca.
- ১৯৮২ সালে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ঢাকার নাম Dacca থেকে পরিবর্তন করে Dhaka রাখেন।
- ১৯৮৮ সালে বাংলাদেশ সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে এ পরিবর্তনকে আইনি বৈধতা দেওয়া হয়।