কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
A তোমার পরিশ্রমের ফল ফলেছে
B মাথা ঝিমঝিম করছে
C শিশুটি কাঁদে
D মা শিশুটিকে হাসান
Solution
Correct Answer: Option D
- যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।
- (সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলা হয়)।
- প্রযোজক ক্রিয়ার গঠনঃ প্রযোজক ক্রিয়ার ধাতু = মূল ক্রিয়ার ধাতু + আ।
- যেমনঃ মূল ধাতু √হাস্ + আ = হাসা (প্রযোজক ক্রিয়ার ধাতু)। হাসা + চ্ছেন বিভক্তি = হাসাচ্ছেন (প্রযোজক ক্রিয়া) ।