'বিদ্রোহী' কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Solution
Correct Answer: Option C
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' । এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' ১৯২২ সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত। 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' । তাছাড়াও আগমনী, রক্তাস্বরধারিণী মা, কামালপাশা, খেয়াপারের তরুণী এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ— বিষের বাঁশি, দোলনচাঁপা, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, ছায়ানট।