Would you mind ... a cup of tea with me?
Solution
Correct Answer: Option A
- ইংরেজি গ্রামার অনুযায়ী "Would you mind" একটি খুব পরিচিত বাক্যাংশ বা Phrase।
- এই Phrase-টি ব্যবহার করার সময় এর পরের মূল ভার্বটির সাথে সর্বদা "ing" যুক্ত করতে হয়।
- অর্থাৎ, "Would you mind + Verb + ing" এই গঠনটি মেনে চলতে হবে।
- এখানে চারটি অপশনের মধ্যে শুধুমাত্র "taking" শব্দটিই (take + ing) এই নিয়ম মেনে চলছে।