বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B রবীন্দ্রনাথ ঠাকুর

C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D প্রমথ চৌধুরী

Solution

Correct Answer: Option D

- বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়।
- তৎকালীন সময়ের কিছু গদ্যলেখক পণ্ডিতি সাহিত্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে আপামর জনসাধারণের ‘কথ্য ভাষায় সাহিত্য রচনায় ব্রতী হন এবং সফল হন।
- এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রমথ চৌধুরী।তিনি ‘হালখাতা' গদ্যগ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান এবং ১৯১৪ সালে প্রকাশিত ‘সবুজপত্র পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন।
- বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions