Solution
Correct Answer: Option D
- যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বা নাম বিশেষণ বলে। যেমন: good, bad, cold, warm ইত্যাদি।
- with ব্যবহৃত হয় preposition এবং do ব্যবহৃত হয় verb হিসেবে।