Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের একমাত্র সামদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
- এর স্থানীয় নাম/পুরাতন নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।
- কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কি.মি দক্ষিণে নাফ নদীর মোহনায় 'সেন্টমার্টিন দ্বীপ' অবস্থিত।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান।
- মিস্টার মার্টিনের নামানুসারে এর নামকরণ করা হয়।
- এটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৩.৬ মি. উঁচুতে অবস্থিত।
- এর আয়তন ৮ বর্গ কি.মি।
- এই দ্বীপে অলিভ, গ্রিন ও হকসিবল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।