অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে?
Solution
Correct Answer: Option D
- অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে শব্দদ্বিত্ব বলে।
- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোর দুইবার ব্যবহার করলে তার অর্থের সম্প্রসারণ ঘটে বা অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ পায়।
- শব্দদ্বিত্ব প্রধানত তিন প্রকার। যথা: অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব ও জোড় কলম দ্বিত্ব।
- অনুকার দ্বিত্ব: পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দগুলোর দ্বিতীয়টিতে একটু পরিবর্তন হলে তাকে অনুকার দ্বিত্ব বলে। যেমন- অদল-বদল, অঙ্ক-টঙ্ক, আম-টাম।
- পুনরাবৃত্ত দ্বিত্ব: একই শব্দ অভিন্নভাবে বা সামান্য পরিবর্তিত হয়ে পুনরায় ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। যেমন- ভালো ভালো, কবি কবি, কথায় কথায়।
- জোড় কলম দ্বিত্ব: লোকমুখে প্রচলিত ও শ্রুতিমধুর শব্দযুগলকে জোড় কলম দ্বিত্ব বলে, যার মূল শব্দ দুটি উচ্চারণে প্রায় একই রকম হলেও ভিন্ন। যেমন- আশা-আকাঙ্ক্ষা, রীতি-নীতি, লোক-লস্কর।