Solution
Correct Answer: Option B
- কম্পিউটারের ইতিহাসে অ্যাবাকাসকে (Abacus) প্রথম গণনা যন্ত্র হিসেবে ধরা হয়।
- খ্রিস্টপূর্ব ৫০০ বা তারও আগে চীনে অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছিল বলে ধারণা করা হয়।
- প্রাচীনকালে একটি আয়তাকার কাঠের ফ্রেমে সাজানো তারের মধ্যে পুঁতি বা গুটির স্থান পরিবর্তন করে এই যন্ত্র দিয়ে গণনা করা হতো।
- অ্যাবাকাস দ্বারা যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো সাধারণ গাণিতিক কাজের পাশাপাশি বর্গমূল ও বর্গ নিরূপণও করা যেত।
- আধুনিক কম্পিউটারের বিকাশের পূর্ব পর্যন্ত এটিই ছিল গণনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও আদিমতম যন্ত্র।