'একুশের গান' কবিতার রচয়িতা কে?
A জসীমউদ্দিন
B সুফিয়া কামাল
C আব্দুল গাফ্ফার চৌধুরী
D সুকান্ত
Solution
Correct Answer: Option C
'একুশের গান' কবিতার রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। জসীমউদ্দীন রচিত বিখ্যাত কবিতা 'কবর' । সুফিয়া কামাল রচিত বিখ্যাত কবিতা 'তাহারেই ড়ে মনে' । সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত কবিতা 'আঠারো বছর বয়স' ।