Solution
Correct Answer: Option B
- ‘সূর্যোদয়’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো: সূর্য + উদয়।
- এটি বাংলা ব্যাকরণের স্বরসন্ধির নিয়মে গঠিত হয়েছে।
- স্বরসন্ধির নিয়ম অনুযায়ী, ‘অ’ কিংবা ‘আ’ ধ্বনির পর ‘উ’ কিংবা ‘ঊ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে ‘ও’-কার (ো) হয় এবং তা আগের বর্ণে যুক্ত হয়।
- এখানে ‘সূর্য’ শব্দের শেষের ‘অ’ (য+অ) এবং ‘উদয়’ শব্দের শুরুর ‘উ’ মিলে ‘ও’-কার হয়েছে (অ + উ = ও)।
- ফলে শব্দটি ‘সূর্যউদয়’ না হয়ে ‘সূর্যোদয়’ হয়েছে।
- একই নিয়মে গঠিত অন্যান্য উল্লেখযোগ্য উদাহরণ হলো: চন্দ্র + উদয় = চন্দ্রোদয়, নীল + উৎপল = নীলোৎপল, শুভ + উৎসব = শুভোৎসব ইত্যাদি।