Solution
Correct Answer: Option B
যেসব সালের একক ও দশক স্থানে শূন্য আছে সেসব সালকে ৪০০ দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে তা অধিবর্ষ। অপশনে প্রদত্ত ১৬০০, ২০০০ ও ২৪০০ সাল ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ১৯০০ সালটি ৪০০ দ্বারা বিভাজ্য নয়, তাই ১৯০০ অধিবর্ষ নয়।