প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
A ৫০-৬০ ভাগ
B ৬০-৭০ ভাগ
C ৮০-৯০ ভাগ
D ৩০-৩৫ ভাগ
Solution
Correct Answer: Option C
প্রাকৃতিক গ্যাসের প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের শতকরা ৮০-৯০ ভাগ মিথেন থাকে। এছাড়া বাকি অংশে ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদান থাকে।