তুমি কখন এলে? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন কর।
Solution
Correct Answer: Option A
সঠিক উত্তরটি হলো: কখন আসা হলো?
ব্যাথ্যা:
- প্রদত্ত বাক্যটি কতৃবাচ্যে আছে যা হলো "তুমি কখন এলে?"।
- কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করার সময় কর্তার সাথে ষষ্ঠী বিভক্তি (র/এর) যুক্ত হয় অথবা কর্তা উহ্য থাকে।
- ক্রিয়াপদটি উত্তম পুরুষের রূপ নেয় বা হ-ধাতু যোগে গঠিত হয়।
- এই বাক্যে কর্তা 'তুমি' উহ্য রেখে ক্রিয়াপদ ‘এলে’ থেকে পরিবর্তিত হয়ে ‘আসা হলো’ তে রূপান্তরিত হয়েছে।
- যেহেতু এখানে ক্রিয়ার ভাবই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাই সঠিক রূপান্তরটি হলো "কখন আসা হলো?"।