Solution
Correct Answer: Option C
- ‘Corporal punishment’ শব্দটির বাংলা অর্থ শারীরিক শাস্তি।
- এটি এমন একটি শাস্তি বা দণ্ড যা কোনো ব্যক্তিকে শারীরিক কষ্ট বা প্রহারের মাধ্যমে দেওয়া হয়।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Physical punishment’ বলতেও শারীরিক শাস্তিকেই বোঝানো হয়েছে।
- অন্যদিকে ‘Capital punishment’ বলতে বুঝানো হয় ‘মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ড’।
- তাই সঠিক উত্তরটি হলো ‘physical punishment’।