‘ছন্দের যাদুকর’ কাকে বলা হয়?

A কাজী নজরুল ইসলাম

B রবীন্দ্রনাথ ঠাকুর

C দ্বিজেন্দ্রলাল রায়

D সত্যেন্দ্রনাথ দত্ত

Solution

Correct Answer: Option D

- বাংলা সাহিত্যের ছন্দের যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে

- ছন্দের ঝংকারে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সমৃদ্ধ হতো বলে তাকে 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর "বাস্তববাদী কবি' অভিধায় বিশেষায়িত করা হয়।
- সত্যেন্দনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি প্রদান করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- সবিতা (১৯০০)
- সন্ধিক্ষণ (১৯০৫)
- বেণু ও বীণা (১৯০৬)
- হোমশিখা (১৯০৭)
- ফুলের ফসল (১৯১১)
- কুহু ও কেকা (১৯১২)
- তুলির লিখন (১৯১৪)
- মনিমঞ্জুষা (১৯১৫) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions