Solution
Correct Answer: Option D
- ড. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ 'বিচিত চিন্তা' (১৯৬৮)।
- মোট ৫২টি প্রবন্ধের সমন্বয়ে সংকলিত এ গ্রন্থটি 'সাহিত্য চিন্তা', 'সংস্কৃতি চিন্তা' ও 'সাহিত্যিক চিন্তা'- এ তিন উপ-শিরোনামে বিভক্ত।
- এ প্রবন্ধগুলিতে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং সেই সাথে সাহিত্যিকদের চিন্তার প্রতিফলন সুস্পষ্ট বিশ্লেষণের মাধ্যমে ফুটে উঠেছে।
♦ তাঁর রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ:
- 'সাহিত্য সংস্কৃতি চিন্তা' (১৯৬৯),
- 'স্বদেশ অন্বেষা' (১৯৭০),
- 'জীবনে সমাজে সাহিত্য' (১৯৭০),
- 'যুগ যন্ত্রণা' (১৯৭৪),
- 'কালিক ভাবনা' (১৯৭৪),
- 'মধ্যযুগের সাহিত্য সমাজ ও সংস্কৃতির রূপ' (১৯৭৭),
- 'বাঙালী ও বাঙলা সাহিত্য' (১ম খণ্ড-১৯৭৮, ২য় খণ্ড- ১৯৮৩),
- 'সময় সমাজ মানুষ' (১৯৯৫),
- 'স্বদেশ চিন্তা' (১৯৯৭),
- 'বিশ শতকের বাঙালি' (১৯৯৮),
- 'সংস্কৃতি'।