পৃথিবীর প্রশান্তময় নদী কোনটি?
A নীলনদ
B মিসিসিপি
C আমাজন
D যমুনা
Solution
Correct Answer: Option C
• আন্দিজ নেভাদা মিসমি পর্বতের চূড়া থেকে আমাজন নদীর যাত্রা শুরু হয়।
• পৃথিবীর সবচেয়ে বড় ও প্রশস্ত নদী হিসেবে আমাজন পরিচিত।
• সমুদ্রে সর্বাধিক পানি প্রবাহিত করার রেকর্ড আমাজন নদীর নামে রয়েছে