কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা কয়টি?
A ৫২ টি
B ৫৩ টি
C ৫৪ টি
D ৫৫ টি
Solution
Correct Answer: Option C
কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সম্রাজ্যযভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৪ টি দেশ। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত।