আল, রাক্কা,আলেপ্পো,পালমিরা ইত্যাদি কোথায় অবস্থিত?
Solution
Correct Answer: Option C
• সিরিয়া হল পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ যার দক্ষিণ-পশ্চিমে রয়েছে লেবানন, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল। আল রাক্কা,আলেপ্পো,পালমিরা, দামেস্ক ইত্যাদি গুরুত্বপূর্ণ শহর এই দেশে অবস্থিত।