মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

A ক্রীতদাসের হাসি

B মাটি আর অশ্রু

C হাঙ্গর নদী গ্রেনেড

D সারেং বৌ

Solution

Correct Answer: Option C

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটয়া অবলম্বনে সেলিনা হোসের ১৯৭২ সালে একটি গল্প লেখেন । পরবর্তীতে এটি 'হাঙর নদী গ্রেনেড' (১৯৭৬) উপন্যাসে রুপান্তরিত করেন ।
- শওকত ওসমান রচিত প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) । উপন্যাসের চরিত্র বাগদাদের বাদশা হারুন অর রাশিদের মাধ্যমে স্বৈরাচারী শাসক আইয়ুব খানের বিরূপ শাসকের সমালোচনা করা হয়েছে ।
- সিকান্দার আবু জাফর রচিত উপন্যাস 'মাটি আর অশ্রু' (১৯৪২) ।
- শহীদুল্লা কাউসার রচিত সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্রভিত্তিক উপন্যাস 'সারেং বৌ' (১৯৬২) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions