Solution
Correct Answer: Option A
'রাত্রি'-র সমার্থক শব্দ শর্বরী। 'রাত্রি'-র আরো কয়েকটি সমার্থক শব্দ: রাত, নিশি, নিশা, রজনি, যামিনী, বিভাবরী, নিশীথিনী। শশী এর সমার্থক শব্দ: চাঁদ, চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, সিতাংশু, সোম, শশাঙ্ক, ইন্দু, সুধাকর। শফরী অর্থ পুঁটি মাছ।