‘রিতু পড়ে’- এ বাক্যে ‘পড়ে’ কোন ধরনের ক্রিয়া?
A সমাপিকা
B সকর্মক
C অসমাপিকা
D অকর্মক
Solution
Correct Answer: Option D
- যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলা হয়।
- অকর্মক ক্রিয়া সংবলিত বাক্যে ক্রিয়াকে কাকে বা কী প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- যেমনঃ রিতু পড়ে। এখানে কী পড়ে বা কাকে পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তাই পড়ে অকর্মক ক্রিয়া।