ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়?
A আগরতলা
B লাহোর
C করাছি
D ঢাকা
Solution
Correct Answer: Option B
বাঙালির মুক্তির সনদ হিসেবে রচিত ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।