করোনা ভাইরাসর উৎপত্তি কোন দেশ হতে?
A ইতালি
B দক্ষিণ কোরিয়া
C চীন
D জাপান
Solution
Correct Answer: Option C
গত ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে মানবদেহে করোনাভাইরাস প্রথম সনাক্ত করা হয়। আর চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী প্রথম মারা যায় ৯ জানুয়ারি ২০২০। এরপর থেকেই অন্যান্য দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।