সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন যা ১৯৫২ সালে প্রকাশিত হয়।
তার রচিত উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম।
গল্প - রাজা উজির, ধূপছায়া, বেঁচে থাক সর্দি-কাশি, রস-গোল্লা, পাদটীকা, রাক্ষসী ইত্যাদি।
আফগানিস্তানের বর্ননা নিয়ে ভ্রমন কাহিনী যা ১৯৪৯ সালে প্রকাশিত হয়।