- ঝালকাঠি জেলায় অবস্থিত 'ধানসিঁড়ি' একটি নদীর নাম।
- জীবনানন্দ দাশ তাঁর বিখ্যাত 'আবার আসিব ফিরে' কবিতায় 'ধানসিঁড়ি' নদীটির নাম উল্লেখ করেছেন।
- 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় / হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে; / হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে / কুয়াশার বুক ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।'
- রূপসী বাংলার ও নির্জনতার কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় ।
• তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল :
-মহাপৃথিবী ,
- ধূসর ,
- পাণ্ডুলিপি ,
- ঝরাপালক ,
- বনলতা সেন ,
- রুপসি বাংলা ।
উপন্যাস হল :
- মাল্যবান ,
- সতীর্থ ।
'কবিতার কথা ' হল উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।