Solution
Correct Answer: Option B
- মনের ভাব প্রকাশের জন্য মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে ধ্বনি বলে।
- এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে শব্দ বলা হয়।
- ধ্বনির ক্ষুদ্রতম অংশ ধ্বনিমূল (Phonem)।
- বর্ণের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি।
- শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ।
- এক (অ) বা একাধিক (ক্+অ) ধ্বনির সমন্বয়ে বর্ণ তৈরি হয়।
- এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে।
- এক বা একাধিক অক্ষর দ্বারা শব্দ গঠিত হয়।
- ক্ষুদ্রতম অংশের ক্রম: অনুচ্ছেদ → বাক্য → বাক্যাংশ → পদ → শব্দ → অক্ষর → বর্ণ → ধ্বনি → ধ্বনিমূল।
সুতরাং, শব্দের কাছাকাছি যেহেতু বর্ণ। অতএব, বর্ণই শব্দের ক্ষুদ্রতম অংশ। উল্লেখ্য, বর্ণ না থাকলে উত্তর হতো ধ্বনি।