A প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
B প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।
C প্রশিক্ষক সকল প্রশিক্ষণার্থীদেরকে কাজ শেখান।
D প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের শেখান।
Solution
Correct Answer: Option A
- প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে।
- যেমন: সকল আলেমগণ আমাদের সমর্থন দেন।
- এখানে 'আলেমগণ' বহুবচন বাচক শব্দ, এর সঙ্গে 'সকল' শব্দটি অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
- বাক্যটির শুদ্ধরূপ: আলেমগণ আমাদের সমর্থন দেন।
- অথবা, সকল আলেম আমাদের সমর্থন দেন।
- প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান।