প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় সংরক্ষিত থাকে?
A Clipboard
B RAM
C Hard Disk
D CPU
Solution
Correct Answer: Option A
Clipboard হল RAM-এর একটি অংশ যেখানে কম্পিউটার তার ডেটা অনুলিপি করে। কোনো ফাইলের কোনো অংশ cut বা copy করলে তা clipboard- এ অস্থায়ীভাবে সংরক্ষিত হয়, যা যে কোনো স্থানে paste করা যায়।