তরঙ্গ দ্বারা একস্থান থেকে অন্যস্থানে কি সঞ্চালিত হয়?
A ক্ষমতা
B শক্তি
C গতি
D বেগ
Solution
Correct Answer: Option B
তরঙ্গ বা ঢেউ হলো এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন, যা কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না।