‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম-

A সুফিয়া কামাল

B রাজিয়া বেগম

C রাবেয়া খাতুন

D সেলিনা হোসেন

Solution

Correct Answer: Option D

- কথাশিল্পী সেলিনা হোসেন রচিত উপন্যাস 'নীল ময়ূরের যৌবন'। এই উপন্যাসের নায়ক চর্যাপদের কবি কাহ্নপা।

তাঁর রচিত প্রবন্ধ:
- নির্ভয় করো হে 
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- মানুষটি,
- নারীর রূপকথা,

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- যাপিত জীবন
- ভালোবাসা প্রীতিলতা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions