'ট্যাক্স হলিডে' নীতির উদ্দেশ্য হলো:
A কর পরিশোধে উৎসাহিত করা
B কর পরিশোধের জন্য দিন ধার্য করা
C নির্দিষ্ট সময় পর্যন্ত কর মওকুফ করা
D কর মেলার আয়োজন করা
Solution
Correct Answer: Option C
- ট্যাক্স হলিডে বা কর অবকাশ হলো একটি অর্থনৈতিক নীতি, যেখানে সরকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো নির্দিষ্ট শিল্প, ব্যবসা বা অঞ্চলের উপর কর আরোপ না করে।
- এই সময়কালকেই ট্যাক্স হলিডে বলা হয়।