‘পাখীসব করে রব রাতি পোহাইল।’ চরণটিতে পাখীর সঙ্গে যুক্ত ‘সব’ হলো:
Solution
Correct Answer: Option C
- যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে।
- রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের, সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি বহুবচনবাচক শব্দগুলো কোনো বিশেষ্য বা সর্বনামের সাথে বসে সংখ্যার ধারণা প্রকাশ করে।
- যেমন: পাখীসব করে রব রাতি পোহাইল। প্রদত্ত বাক্যে 'পাখি' এর সাথে 'সব' বসে একাধিক পাখিকে বুঝিয়েছে।