Correct Answer: Option C
- সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ।
- ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন।
- সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- অনেক আকাশ,
- রজনীগন্ধা,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- সমুদ্রেই যাব,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা ইত্যাদি।
অনুবাদগ্রন্থঃ
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions