নিচের কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীর উদাহরণ?

A প্রজাপতি

B কেঁচো

C চিংড়ি

D আরশোলা

Solution

Correct Answer: Option B

♦ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস:

- সম্পূর্ণ প্রাণী জগতকে ৯টি প্রধান পর্বে ভাগ করা হয়েছে।
- প্রথম ৮টি পর্ব অমেরুদন্ডী প্রাণীদের নিয়ে গঠিত।
- শুধুমাত্র কর্ডাটা পর্ব মেরুদন্ডী প্রাণীদের নিয়ে গঠিত।

• অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
- দেহ নলাকার ও খণ্ডায়িত।
- প্রতিটি খণ্ডে সিটা থাকে (জোঁক ব্যতীত)।
- নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।
- উদাহরণ - কেঁচো, জোঁক ইত্যাদি।

• আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
- দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
- দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। 
- উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ইত্যাদি।

উৎস: ৮ম শ্রেণী বিজ্ঞান বই।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions