সারসংক্ষেপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
A পরিসর যথেষ্ট ছোটো রাখা
B তৎসমবহুল ভাষা ব্যবহার করা
C মূল কথা বুঝে নেওয়া
D নিজের অভিমত যুক্ত করা
Solution
Correct Answer: Option C
সারসংক্ষেপের মূল লক্ষ্য হলো মূল বক্তব্যের সারমর্ম পাঠকের কাছে দ্রুত ও পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া। এজন্য প্রথমে লেখাটি মনোযোগ দিয়ে পড়ে তার মূল বক্তব্য নির্ণয় করতে হবে, তারপর প্রধান পয়েন্টগুলো চিহ্নিত করে অপ্রয়োজনীয় উদাহরণ ও বিশদ বর্ননা বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে লেখা উচিত। ভাষা সহজ ও স্পষ্ট হওয়া উচিত; কিন্তু প্রধান হলো মূল কথা বোঝা ও সেটাকে ঠিকভাবে উপস্থাপন করা।