Solution
Correct Answer: Option D
তারিখবাচক শব্দ বলতে সংখ্যা বা তারিখকে ক্রমিক (ordinal)ভাবে প্রকাশ করার জন্য সংখ্যার পরে লাগানো বিশেষ সূচককে বোঝায়, যেমন “১লা” = 1st, “২রা” = 2nd ইত্যাদি।
লা: ব্যবহার করা হয়, উদাহরণ — ১লা জানুয়ারি (1st January)।
ঠা: ব্যবহার করা হয় সংখ্যার শেষে, উদাহরণ — ৪ঠা (4th), ১৪ঠা (14th)।
রা: ব্যবহার করা হয়, উদাহরণ — ২রা, ৩রা (2nd, 3rd)।