Which international leader described the Pakistani military crackdown in East Pakistan (March 1971) as "the greatest human disaster in modern times"?
A Indira Gandhi
B Edward Kennedy
C Henry Kissinger
D Archer Blood
Solution
Correct Answer: Option B
- ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে 'Operation Searchlight' নামক এক নৃশংস সামরিক অভিযান শুরু করে। এর ফলে সেখানে এক ভয়াবহ গণহত্যা ও মানবিক বিপর্যয় নেমে আসে।
- এই নির্মমতার কারণে প্রায় এক কোটি মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়, যা বিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ শরণার্থী সংকট তৈরি করে।
- মার্কিন সেনেটর Edward Kennedy ১৯৭১ সালের আগস্ট মাসে ভারতের বিভিন্ন শরণার্থী শিবির সরেজমিনে পরিদর্শন করেন। শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং এই সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে "the greatest human disaster in modern times" হিসেবে বর্ণনা করেন। তার এই উক্তিটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।