১৯৪৭ সালের জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোন দুটি বিখ্যাত সংস্থা প্রতিষ্ঠিত হয়?
A FBI এবং DHS
B NSA এবং DIA
C CIA এবং Joint Chiefs of Staff
D CIA এবং National Security Council (NSC)
Solution
Correct Answer: Option D
১৯৪৭ সালের National Security Act যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কাঠামোকে বড় ধরনের পুনর্গঠনের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠন করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো Central Intelligence Agency (CIA) এবং National Security Council (NSC)