'কান্নায় শোক কমে'- এ বাক্যে 'কান্নায় কোন কারক?
A কর্মকারক
B সম্প্রদান কারক
C অধিকরণ কারক
D করণকারক
Solution
Correct Answer: Option C
- 'কান্নায় শোক কমে' বাক্যে 'কান্নায়' শব্দটি অধিকরণ কারক।
- এটি হলো অধিকারণ কারকের মধ্যে ভাবাধিকরণ কারকের অন্তর্গত।
- অধিকরণ কারকে কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোন ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। এই বাক্যে 'কান্না' শব্দটি 'কমে' ক্রিয়াপদের ভাব প্রকাশ করছে। তাই এটি ভাবাধিকরণ কারক।