বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
Solution
Correct Answer: Option D
এখানে,
p = ৮০০০ টাকা
r = ১০%,
n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মলধন c = p(১ + r)n
= ৮০০০(১ + ১০/১০০)২
= ৮০০০ × (১১০/১০০)২
= ৮০০০ × (১১০ × ১১০)/(১০০ × ১০০)
= ৯৬৮০ টাকা