'অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান'-------- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?

A ডেভিড রিকার্ডো

B কার্ল মার্কস

C অ্যাডাম স্মিথ

D এল রবিনসন

Solution

Correct Answer: Option C

- আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত অ্যাডাম স্মিথ ১৬ জুন, ১৭২৩ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৭ জুলাই, ১৭৯০ সালে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।
- স্মিথের মতে, 'অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে'।
- তাঁর রচিত 'An Inquiry into the Nature and Causes of The Wealth of Nations' (1776) গ্রন্থে অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেন।
- তিনি 'ক্লাসিক্যাল অর্থনীতি' ও 'লেইসে ফেয়ার' নীতির প্রবক্তা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions