Solution
Correct Answer: Option B
১৯৯৩ সালে ‘অর্থ আইন, ১৯৯৩' এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪ (বি) ধারা নতুনভাবে সংযোজন করে করদাতাদের জন্য Taxpayer's Identification Number চালু করা হয়।
- ১ জুলাই, ১৯৯৪ সাল থেকে এটি কার্যকর করা হয়।
- TIN হলো কর দাতাদের জাতীয় ভিত্তিক শনাক্তকরণ নম্বর। এরপর TIN-কে আরো যুগোপযোগী করতে ‘অর্থ আইন, ২০১৩' এর মাধ্যমে TIN এর পরিবর্তে e-TIN Electronic Taxpayer's Identification Number প্রবর্তন করা হয়। গতানুগতিক ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার e-TIN এর মাধ্যমে করদাতাগণ online-এ নিবন্ধনকৃত TIN সনদসহ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর ওয়েব সাইট থেকে যাবতীয় তথ্য সেবা পেতে পারেন।